বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | ফের পিছিয়ে গেল সাফ অ্যাথলেটিক্স টুর্নামেন্ট, পাক অ্যাথলিটদের ভিসা না পাওয়াই কী আসল কারণ

Rajat Bose | ২৪ এপ্রিল ২০২৫ ১৩ : ৫৪Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক:‌ ফের পিছিয়ে গেল সাফ টুর্নামেন্ট। সাত মাসের মধ্যে দু’‌বার স্থগিত হল এই সাফ অ্যাথলেটিক্স টুর্নামেন্ট। পাকিস্তানের ক্রীড়াবিদদের ভিসা পেতে দেরি হওয়ায় এই প্রতিযোগিতা স্থগিত রাখা হল বলে সূত্রের খবর। আগামী ৩–৫ মে রাঁচীর বিরসা মুন্ডা অ্যাথলেটিক্স স্টেডিয়ামে এই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। আপাতত যা জানা যাচ্ছে জুনের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে হতে পারে টুর্নামেন্টটি। 


প্রসঙ্গত, এই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল গত বছরের ৪–৬ অক্টোবর। সেবারও তা বাতিল হয়ে যায়। এই নিয়ে চতুর্থ বার এই প্রতিযোগিতা হচ্ছে। পাকিস্তান ছাড়াও শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং ভারতের ক্রীড়াবিদদের অংশ নেওয়ার কথা। ভুটান ইতিমধ্যেই রাঁচীতে পৌঁছে অনুশীলনও শুরু করে দিয়েছে। কিন্তু এখন জানা গেল প্রতিযোগিতা স্থগিত করা হয়েছে।


যদিও সরকারিভাবে প্রতিযোগিতা স্থগিত রাখার কোনও কারণ দেখানো হয়নি। তবে সূত্রের খবর, পাকিস্তানের ক্রীড়াবিদদের ভিসা দিতে ক্রমাগত দেরি হওয়ার কারণে এটি বাতিল করা হয়েছে। পাকিস্তানের তরফে ৪৩ জন ক্রীড়াবিদের তালিকা পাঠানো হয়েছিল। সেখানে প্যারিস অলিম্পিক্সে সোনাজয়ী আর্শাদ নাদিমের নামও ছিল বলে জানা গেছে। 


অবশ্য পহেলগাঁও কান্ডের পর পাকিস্তানের ক্রীড়াবিদরা আদৌ ভিসা পেতেন কি না, তা নিয়ে জল্পনা রয়েছে। সাধারণত যে ভিসায় ক্রীড়াবিদরা ভারতে এসে খেলার সুযোগ পেতেন, সেই ‘এসভিইএস’ ভিসা বুধবারই বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। পাকিস্তানের কোনও নাগরিককেই তারা এখন ভিসা দেবে না বলে জানিয়েছে। 
তবে রাঁচীর যে স্টেডিয়ামে টুর্নামেন্ট হওয়ার কথা ছিল সেখানকার ট্র্যাক এবং পরিকাঠামো নাকি উন্নতমানের নয়। এমন অভিযোগ উঠেছি। তবে ঝাড়খণ্ড অ্যাথলেটিক্স সংস্থার তরফে বলা হয়েছে, নতুন ট্র্যাক পাতা হয়েছে। স্টেডিয়ামের আলোর সমস্যাও মিটেছে।

 


South Asian Athletics ChampionshipsPostponedFor the second time

নানান খবর

নানান খবর

'মৃত্যু চাইছিলাম,' হঠাৎ কেন এমন বললেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক?

আবার ব্যান? আইপিএলের মধ্যেই বিস্ফোরক অভিযোগ উঠল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে

'মৃত্যু চাইছিলাম,' হঠাৎ কেন এমন বললেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক?

টস ভাগ্য ফেরাতে প্রার্থনায় আরসিবি অধিনায়ক পাতিদার, ভাইরাল মুহূর্তের জন্ম দিল আইপিএল

বিশ্বকাপে রোনাল্ডো-মোরিনহো যুগলবন্দি! সিআর সেভেনকে বিশ্বকাপ দিতেই এই পদক্ষেপ পর্তুগিজ ফুটবল সংস্থার

ব্যাটেই লাগেনি বল, অথচ ডাগ আউটের দিকে হাঁটা লাগালেন ঈশান কিষান, দেখুন ভিডিও

আইপিএলের জন্য ছাড়তে পারেন পিএসএল, আগামী বছরের দিকে তাকিয়ে পাক তারকা

মায়োরকার গোল লক্ষ্য করে ৪০টি শট নিয়ে বার্সা জিতল মাত্র ১ গোলে

ফুটবল মাঠ কাড়ল তরুণ-তাজা প্রাণ, গা ঘামানোর সময়ে মাঠে লুটিয়ে পড়ে মৃত্যু ফুটবলারের

'আসুন সবাই শান্তি ও মানবতার পক্ষে দাঁড়াই', পহেলগাঁওয়ে নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন হার্দিক-কামিন্সদের

'ক্রিকেট খেলে ভুল করেছি', কেন এমন বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক?

ওয়াংখেড়েতে হবে টি-২০ মুম্বই লিগ, টুর্নামেন্টের মুখ কে?

কেকেআরের ব্যর্থতার কারণ খুঁজে বের করলেন আকাশ চোপড়া, কাঠগড়ায় দাঁড় করালেন তিন নাইটকে

খেতাব হেরে রানার্স আপ ট্রফি নিতে অস্বীকার করলেন সাবালেঙ্কা, আরও একটা পোর্শে হাতছাড়া

কেকেআরের থেকেও বেশি সমালোচিত রাসেল, ক্যারিবিয়ান তারকার পাশে এবার দেশের অন্যতম ম্যাচ উইনার

সোশ্যাল মিডিয়া